top of page

Small Finance Bank Stocks: এই চারটি ব্যাঙ্কের শেয়ারে মিলতে পারে দুর্দান্ত রিটার্ন, 41% পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা

Bank Stocks: আপনি কি বিনিয়োগের পরিকল্পনা করছেন? এই মুহূর্তে একাধিক ব্যাঙ্কের স্টকে বিনিয়োগকারীরা বুলিস দৃষ্টিভঙ্গী বজায় রেখেছেন। দেখে নিন কোন ব্যাঙ্কগুলির শেয়ারে বিনিয়োগে ভালো রিটার্ন মেলার সম্ভাবনার কথা বলছেন তাঁরা।


Small Finance Bank-এর স্টকগুলিতে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি বাজারে ঊর্ধ্বগতি ফিরেছে। চলতি সপ্তাহের শেষ তিন সেশনে বাজারে দেখা গিয়েছে বৃদ্ধি। এই সময় বিশ্লেষকদের একাংশ ব্যাঙ্কিং সেক্টরে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। তাঁরা জানিয়েছেন, স্মল ফিনান্স ব্যাঙ্কগুলির স্টকে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্প্রতি চারটি স্টক বেছে নিয়েছেন বিশ্লেষকরা। নিম্নে তা উল্লেখ করা হল।

Ujjivan Small Finance Bank

এই ব্যাঙ্কটির স্টকে 'Strong Buy' রেটিং রেখেছেন 14 জন বিশেষজ্ঞ। তাঁরা স্টকটির দাম 41.9 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। শুক্রবার বাজার বন্ধের সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ব্যাঙ্কটির শেয়ার ছিল গ্রিনজোনে। ওইদিন শেয়ারটির দর প্রায় 0.33 শতাংশ বৃদ্ধি পেয়ে হয় 46.10 টাকা। ব্যাঙ্কটির 52 সপ্তাহের সর্বোচ্চ মূল্য রয়েছে 63 টাকা। 52 সপ্তাহের সর্বনিম্ন দর রয়েছে 23.25 টাকা। বর্তমানে এই ব্যাঙ্কের বাজারগত মূলধন রয়েছে 9029 কোটি টাকা। এক বছরের নিরিখে শেয়ারটির দর বৃদ্ধি পেয়েছে প্রায় 93.29 শতাংশ। দুই বছরের হিসাবে ব্যাঙ্কের শেয়ারের মূল্য 177.71 শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে।



Utkarsh Small Finance Bank

এই স্টকটিতেও 'Strong Buy' রেটিং দিয়েছেন দু'জন বিশ্লেষক। ব্যাঙ্কটির শেয়ারের দাম 39.6 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে শেয়ারটির দাম 1.87 শতাংশ বেড়ে হয়েছে 49.25 টাকা। বর্তমানে ব্যাঙ্কটির 52 সপ্তাহের সর্বোচ্চ দাম রয়েছে 68.30 টাকা। 52 সপ্তাহের সর্বনিম্ন মূল্য রয়েছে 37.20 টাকা। ব্যাঙ্কটির মার্কেট ক্যাপ রয়েছে 5414 কোটি টাকা।



Equitas Small Finance Bank

এই স্মল ফিনান্স ব্যাঙ্কটির শেয়ার কেনার সুপারিশ করেছেন 17 জন বিশেষজ্ঞ। শেয়ারটির দাম 31.6 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ব্যাঙ্কটির স্টকের দাম প্রায় 0.75 শতাংশ হ্রাস পেয়ে হয় 92.80 টাকা। ব্যাঙ্কটির 52 সপ্তাহের সর্বোচ্চ দর রয়েছে 116.50 টাকা। 52 সপ্তাহের সর্বনিম্ন মূল্য রয়েছে 61.80 টাকা। এক বছরের নিরিখে শেয়ারটির মূল্য বেড়েছে প্রায় 43.88 শতাংশ। তিন বছরে শেয়ারটির দাম বেড়েছে প্রায় 60.14 শতাংশ।

bottom of page