আইসিআইসিআই প্রুডেনসিয়াল মিউচুয়াল ফান্ডের আইসিআইসিআই প্রুডেনসিয়াল এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স ইটিএফ ছুঁল নয়া মাইলফলক। বাজারের সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী ইটিএফগুলির মধ্যে এটি অন্যতম। মাত্র ১০ হাজার টাকার এসআইপি-তে ২ কোটি টাকা রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।
আইসিআইসিআই প্রুডেনসিয়াল এসঅ্যান্ডপি-র এইউএম পরিমাণ ৪.৫৬০.৭১ কোটি টাকা (৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী)। এক বছরে স্কিমের ট্র্যাকিং এরর ০.০৪ শতাংশ এবং ব্যয় অনুপাত ০.০৩ শতাংশ। ট্র্যাকিং এরর কম থাকার অর্থ ফান্ডের ভারসাম্য রয়েছে। বিনিয়োগে ঝুঁকি কম।
আইসিআইসিআই প্রুডেনসিয়াল এএমসি-র প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট চিন্তন হারিয়া বলছেন, ‘আইসিআইসিআই প্রুডেনসিয়াল সেনসেক্স ইটিএফের যাত্রা আসলে গত দুই দশকে ভারতীয় ইক্যুইটি বাজারের বৃদ্ধির গল্প। বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে সন্তুষ্ট, এতেই আমরা আনন্দিত’।
আইসিআইসিআই প্রুডেনসিয়াল এএমসি-র প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট চিন্তন হারিয়া বলছেন, ‘আইসিআইসিআই প্রুডেনসিয়াল সেনসেক্স ইটিএফের যাত্রা আসলে গত দুই দশকে ভারতীয় ইক্যুইটি বাজারের বৃদ্ধির গল্প। বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে সন্তুষ্ট, এতেই আমরা আনন্দিত’।
তাঁর মতে, বিগত কয়েক বছরে ফান্ড হাউজ বাজার মূলধন, সেক্টর, সম্পদ শ্রেণী এবং স্মার্ট বিটা জুড়ে একাধিক পণ্যে বিভিন্ন ধরণের অফার চালু করেছে। আজ ২৯টি বিনিয়োগ স্কিম বিনিয়োগকারীদের বিভিন্ন ধরনের বিনিয়োগের চাহিদা পূরণ করে। বিভিন্ন স্কিমের মধ্যে আইসিআইসিআই প্রুডেনসিয়াল ইটিএফেরই তুলনামূলকভাবে সবচেয়ে কম ট্র্যাকিং এরর এবং ব্যয় অনুপাত রয়েছে।
হারিয়া আরও যোগ করেন, ‘গত কয়েক বছরে ডিম্যাট অ্যাকাউন্ট এবং বাজারে বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে ইটিএফের প্রতি আগ্রহও বেড়েছে। প্যাসিভ স্ট্র্যাটেজি এখন পোর্টফোলিওর অংশ। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলেই আমাদের বিশ্বাস’।
ফান্ডের সূচনার সময় অর্থাৎ ২০০৩ সালের ১০ জানুয়ারি কেউ যদি এই স্কিমে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ তিনি ২৬.৪ লক্ষ টাকা রিটার্ন পেতেন। প্রায় ১৬.৯ শতাংশের সিএজিআর।
একইভাবে ওই সময়ে যারা ১০ হাজার টাকার এসআইপি করেছেন আজ তাঁরা ২ কোটি টাকার মালিক। একই সময়সীমার মধ্যে, বেঞ্চমার্ক এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স টিআরআই ১৭.৪ শতাংশের সিএজিআর দিয়েছে। প্রসঙ্গত বলে রাখা ভাল, বেঞ্চমার্ক ইনডেক্স রিটার্ন এবং স্কিম রিটার্নের মধ্যে পার্থক্যের জন্য ট্র্যাকিং এররকে দায়ী করা হয়।