top of page

Mutual Fund-এর টাকা তুলে নিতে চান? দেখে রাখুন অনলাইন, অফলাইন দুই পদ্ধতিই

যে কোনও বিনিয়োগের প্রাথমিক এবং সর্বশেষ উদ্দেশ্য একটাই- রিটার্ন কাজে লাগানো। ফলে, একটা নির্দিষ্ট সময়ের পরে মূলধন সহ বর্ধিত টাকা আমরা সবাই তুলে নিই।


ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিস স্কিম এগুলোর ক্ষেত্রে ব্যাঙ্ক বা ডাকঘরে গিয়ে যোগাযোগ করলেই কাজ হয়ে যায়, টাকা চলে আসে অ্যাকাউন্টে। কিন্তু মিউচুয়াল ফান্ড? মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলতে হলে কী করতে হয়?


অনেকের মনে হতেই পারে যে প্রক্রিয়া জটিল। আদতে তেমন কিছু নয়। মিউচুয়াল ফান্ড থেকে আমরা যখন টাকা তুলি, তাকে পোশাকি ভাষায় বলা হয়ে থাকে রিডেম্পশন। অর্থাৎ আমরা টাকা রিডিম করি। অনলাইন এবং অফলাইন, দুই ভাবেই তা করা যায়। কী ভাবে, সেটাই এবার এক এক করে দেখে নেওয়া যাক।


অনলাইনে মিউচুয়াল ফান্ড রিডিম করার উপায়মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মিউচুয়াল ফান্ড কেনা-বেচা করা যায়। ঠিক সেরকম ভাবেই টাকা তোলাও যায়। অনলাইনে টাকা তুলতে মিউচুয়াল ফান্ডের ‘অনলাইন লেনদেন’ বিভাগে যেতে হবে। তারপর ফোলিও নম্বর/বা প্যান ব্যবহার করে লগ ইন করতে হবে।


এরপর স্কিম এবং ইউনিটের পরিমাণ নির্বাচন করতে হবে যা বিনিয়োগকারী ক্যাশ করতে চান। এর পরে লেনদেন নিশ্চিত করতে হবে। তাহলেই অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এছাড়াও বর্তমানে CAMS (কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড), কার্ভি ইত্যাদির মতো কেন্দ্রীয় পরিষেবা প্রদানকারীদের মাধ্যমে মিউচুয়াল ফান্ড রিডিম করার বিকল্প রয়েছে।


অনলাইনে তার ফর্মটি ডাউনলোড করা যায় বা তাদের নিকটস্থ অফিসে যেতে পারেন বিনিয়োগকারী। মিউচুয়াল ফান্ড থেকে বিনিয়োগের পুরো পরিমাণ বা আংশিক টাকা তুলতে পারেন বিনিয়োগকারী। বিনিয়োগকারীরা বিনিয়োগের মূল পরিমাণ রেখে দিয়ে শুধুমাত্র মুনাফা রিডিম করতে পারেন, অথবা ট্যাক্স কমানোর জন্য তাঁরা শুধুমাত্র দীর্ঘমেয়াদী মূলধন লাভের (LTCG) জন্য যোগ্য ইউনিটগুলিকে রিডিম করতে পারেন।


অফলাইনে মিউচুয়াল ফান্ড রিডিম করার উপায়কেউ যদি সরাসরি বিনিয়োগ করেন, তাহলে তিনি রিডেম্পশন ফর্ম পূরণ করে টাকা তুলে নিতে পারেন। এর জন্য তাঁকে পূরণ করা ফর্মটি AMC বা RTA অফিসে জমা দিতে হবে। বিনিয়োগকারীরা MF ওয়েবসাইট থেকে রিডেম্পশন ফর্ম ডাউনলোড করতে পারেন।

ইউনিট ধারককে যথাযথভাবে স্বাক্ষরিত রিডেম্পশন ফর্মটি AMC বা রেজিস্ট্রারের মনোনীত অফিসে জমা দিতে হবে। ফর্মটিতে ইউনিট ধারকের নাম, ফোলিও নম্বর, স্কিমের বিশদ বিবরণ সহ স্কিমের নাম এবং রিডিম করা ইউনিটের পছন্দসই সংখ্যার মতো বিবরণ অন্তর্ভুক্ত করা উচিত। অবশ্যই ফর্মে স্বাক্ষর করতে হবে। যদি আবেদনটি সঠিক হয়, তবে টাকা রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।

bottom of page