উপকরণ
২৫ মিনিট
২-৩ জন
৫০০ গ্ৰাম মটন
২-৩ টি আলু অর্ধেক করে কাটা
৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা
৩টেবিল চামচ আদা বাটা
৪ টেবিল চামচ রসুনবাটা
৪টেবিল চামচ শুকনো লঙ্কা বাটা
২-৩ টেবিল চামচ জিরা গুঁড়া
১বাটি পেঁয়াজ ও টমেটো কুচি
স্বাদ মত নুন
২-৩ টেবিল চামচ হলুদ গুঁড়ো
পরিমাণ মত সর্ষের তেল
১/২ টেবিল চামচ ঘি
২/৩ টেবিল চামচ গরম মশলা বাটা
ফোঁড়নের জন্য
১/২ টেবিল চামচ গোটা জিরে
২ টি শুকনো মরিচ
১ টেবিল চামচ গোটা এলাচ দারুচিনি
৩/৪ টি তেজপাতা
রান্নার নির্দেশ সমূহ
ধাপ 1 মটন ভালো করে ধুয়ে নুন হলুদ সমস্ত বাটা মসলা ও গুঁড়া মসলা দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রাখুন ১৫-২০ মিনিট।কড়াই এ তেল গরম করে আলু ভেজে নিতে হবে।
ধাপ 2 বাকি তেলে ফোঁড়ন দিয়ে পেঁয়াজ ও টমেটো কুচি দিয়ে ভাজুন একটু ভাজা হলে ম্যারিনেট করা মটন দিয়ে কষাতে থাকুন মিডিয়াম হিটে ১০ মিনিট।
ধাপ 3 তারপর প্রসার কুকারে সামান্য জল গরম করে মটন দিয়ে হাই হিটে দুটি সিটি মারুন অথবা গরম জল দিয়ে কড়াই এ ফোটাতে থাকুন মিডিয়াম হিটে ১০-১৫ মিনিট।
ধাপ 4 সময়ের শেষে ঘি গরম দিয়ে নামিয়ে নিন ও গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন অসাধারণ লাগবে।