top of page

টাকা জমবে রাশি রাশি! অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য হাতের মুঠোয়! অভাব এড়িয়ে টাকা জমানোর সহজ টিপস জানুন

জীবনে অর্থের প্রয়োজন ও গুরুত্ব উপেক্ষা করা যায় না। অর্থনৈতিক সাফল্য পেতে মরিয়া সকলেই। কী করে এই সাফল্য পাওয়া যায়, তার ম্যাজিক ফর্মুলা নেই। তবে কিছু টিপস আছে। যার জেরে অর্থনৈতিক সাফল্য আসে হাতের মুঠোয়।


উপার্জন করতে শুরু করলে প্রথম থেকেই লক্ষ্যমাত্রা সেট করুন। ডায়েরিতে লিখে রাখুন। মাঝে মাঝেই সেটা পড়ুন। নিজেই নিজেকে উদ্দীপ্ত করতে পারবেন। নিজের সাফল্য মনিটর করুন।


যতই উপার্জন করুন না কেন, জীবনের প্রতি পর্বে বাজেট ঠিক করুন। আয় ব্যয়ের হিসেব রাখুন। চেষ্টা করুন সঞ্চয়ের পাল্লা ভারী রাখতে। উপার্জনের তুলনায় খরচ কম রাখুন।


ইমার্জেন্সি ফান্ড রাখুন। প্রতি মাসে সেই ফান্ডে কিছু না কিছু টাকা রাখার চেষ্টা করুন। তাহলে যখন দরকার, মূল পুঁজিতে টান পড়বে না।


প্রতি মাসে নির্দিষ্ট সময়ে ক্রেডিট কার্ডের বিল শোধ করুন। চেষ্টা করুন টাকা ধার করা থেকে দূরে থাকতে।


প্রতি মাসে নির্দিষ্ট সময়ে সব বিল মিটিয়ে দিন। বিল পেন্ডিং রেখে লেট ফি দেবেন না।


একাধিক বিনিয়োগ পরিকল্পনা সম্বন্ধে জানুন। ঠিক করুন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। কোনও ঝুঁকি নেওয়ার আগে ভাবুন। দরকারে বিশেষজ্ঞের সাহায্য নিন।

আর্থিক সচ্ছলতা আসতে সময় নেয় অনেক সময়েই। তাই ধৈর্য হারাবেন না। নিজের লক্ষ্যমাত্রার প্রতি অবিচল থাকুন।

bottom of page