top of page

বিনিয়োগের সেরা স্থান, মিলবে FD-থেকে ৩ গুণ বেশি রিটার্ন, সঙ্গে মিলবে ট্যাক্স ছাড়

FD ও ELSS কোনটা বেশি লাভজনক ?

অর্থবর্ষ ২০২৩-২৪ শেষ হতে চলেছে ৷ চাকুরিজীবীদের কাছে বিনিয়োগের উপর ট্যাক্স ছাড়ের জন্য হাতে কেবল দেড় মাস সময় রয়েছে ৷ বেশিরভাগ অফিসে ইতিমধ্যেই ইনভেস্টমেন্ট প্রুফের জন্য ই-মেল চলে এসেছে ৷ এখন পর্যন্ত বিনিয়োগের লক্ষ্য পূরণ না হয়ে থাকলে আপনার কাছে একটি দুর্দান্ত অপশন রয়েছে ৷ এখানে আপনি এককালীন টাকা রাখার সুবিধার পাশাপাশি পেয়ে যাবেন ফিক্সড ডিপোজিটের থেকে দ্বিগুণ রিটার্ন ৷ দিতে হবে এফডি-র থেকে কম ট্যাক্স ৷



শেয়ার বাজারের মতো রিটার্ন ও এফডি-র থেকে কম ট্যাক্সের জন্য এই অপশন সব থেকে বেশি জনপ্রিয় ৷ আপনি যদি ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিমে (ELSS) বিনিয়োগ করেন তাহলে ট্যাক্স সেভিংসের পাশাপাশি মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে ৷ এই স্কিমে ৮০ সি অনুযায়ী, ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷ আপনি চাইলে এখানে এককালীন ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন ৷ এখানে লক-ইন পিরিয়ডও বেশ কম থাকে ৷ এর জেরে এফডি-র থেকে কম সময়ের জন্য টাকা আটকে থাকবে ৷


FD ও ELSS কোনটা বেশি লাভজনক ?ব্যাঙ্ক এফডি-তে ভাল রিটার্নের জন্য আপনাকে ৫ বছরের জন্য টাকা রাখতে হবে ৷ ৫ বছরের জন্য আপনি ৭ শতাংশ পর্যন্ত বার্ষিক সুদ পেতে পারেন ৷ ELSS-এর ম্যাচিউরিটির পিরিয়ড কেবল ৩ বছরের হয় ৷ ইক্যুইটির সঙ্গে যুক্ত হওয়ার কারণে এই স্কিমে ১০ থেকে ১২ শতাংশ এবং কিছু কিছু ক্ষেত্রে ১৪ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যাবে ৷ কিছু ELSS-এ আবার ২০ শতাংশের বেশি রিটার্নও পাওয়া যায় ৷


৫ বছরের জন্যেও সেরা ELSS-আপনি ৫ বছরের জন্য ELSS-এ বিনিয়োগ করতে চাইলে SIP আপনার জন্য সেরা অপশন হতে পারে ৷ SIP এর মাধ্যমে ELSS-এ ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন ৷ বেশ কিছু ELSS ফান্ড রয়েছে যেখানে বার্ষিক ২০ শতাংশের বেশি রিটার্ন পাওয়া যায় ৷


৫টি সেরা ELSS SIP ফান্ড-


৫টি সেরা ELSS SIP ফান্ড-Quant ELSS Tax Saver Fund-এ ৫ বছরের SIP-তে বার্ষিক ২১.২ শতাংশ রিটার্ন দিয়েছে Bank of India ELSS Tax Saver ফান্ড ৫ বছরের SIP-তে বার্ষিক ১৫.৪ শতাংশ রিটার্ন দিয়েছে Canara Robeco ELSS Tax Saver ফান্ড ৫ বছরের SIP-তে বার্ষিক ১৪.৭ শতাংশ রিটার্ন দিয়েছে Bandhan ELSS Tax Saver Fund ফান্ড ৫ বছরের SIP-তে বার্ষিক ১৪ শতাংশ রিটার্ন দিয়েছে DSP ELSS Tax Saver Fund বার্ষিক ১৩.৯ শতাংশ সুদ দিয়েছে


কত ট্যাক্স ছাড় মিলবে?ব্যাঙ্ক এফডি-তে বিনিয়োগ করলে সুদের উপর করদাতার স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দিতে হবে ৷ এফডি-তে ৪০ হাজার পর্যন্ত সুদ ট্যাক্স ফ্রি ৷ ELSS-এ একটি অর্থবর্ষে ১ লক্ষ টাকা পর্যন্ত সুদ ট্যাক্স ফ্রি মনে করা হয় ৷ ১ লক্ষ টাকার বেশি সুদে ১০ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় ৷

bottom of page