আপনার ব্লাড গ্রুপ কী! তার উপরই নির্ভর করছে আপনার ব্যক্তিত্ব। অর্থাৎ আপনি ঠিক কেমন মানুষ তা বোঝা যেতে পারে আপনার ব্লাড গ্রুপ দেখে।
A রক্তের গ্রুপ যাঁদের তাঁরা সাধারণত সবাইকে নিয়ে চলতে ভালবাসেন। রোলমডেল হওয়ার যোগ্য অনেকেই। এই ব্লাড গ্রুপের মানুষরা মানসিক চাপে পড়েন বেশি। নিজের থেকে বেশি অন্যের জন্য চিন্তা করেন। দায়িত্বশীল ও সংবেদনশীল হন অনেকেই।
B ব্লাড গ্রুপের মানুষরা বন্ধুত্বপূর্ণ হন। তবে তাঁরা তুলনামূলক স্বার্থপর। পরিশ্রমের মাধ্যমে সাফল্য পেতে চান। এই ব্লাগ গ্রুপের মানুষ সত্যি কথা সোজাভাবে বলতে ভালবাসেন। অনেকেরই জেদ হয় বেশি।
AB রক্তের গ্রুপ যাঁদের তাঁরা সাধারণত শান্ত স্বভাবের হন। স্মার্ট ও বুদ্ধিমান। নিজের উপর আস্থা রাখেন। ফলে সহজে কারও কথা বিশ্বাস করতে চান না।
O রক্তের গ্রুপ যাঁদের তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষ আত্মবিশ্বাসী। জীবনে বড় সাফল্য পেতে ছোটেন। এই রক্তের গ্রুপের বেশিরভাগ মানুষ ভাল বন্ধু হওয়ার যোগ্য। অনেকেই অন্যকে খুশি রাখতে চান।