কোয়ান্ট মিউচুয়ালের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার তরফ থেকে কোয়ান্টের ওপর নজরদারি শুরু হয়েছে। সংস্থার সদর দফতরে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি।
রিপোর্ট অনুযয়ী, কোয়ান্ট মিউচুয়ালের বিরুদ্ধে ফ্রন্ট রানিংয়ের অভিযোগ উঠেছে। এই আবহে মুম্বইতে অবস্থিত কোয়ান্টের সদর দফতরে তল্লাশি চালিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি। বর্তমানে কোয়ান্টের অধীনে ৯৩ হাজার কোটি টাকার ফান্ড রয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি মাসে কোয়ান্ট মিউচুয়াল ফন্ডের অধীনে ছিল ২৫৮ কোটি টাকার ফান্ড। তবে ২০২৪ সালের জুন হতে হতে সেই ফান্ড ফুলে ফেঁপে ৯০ হাজার কোটি টাকা হয়েছে। এই আবহে কোয়ান্টের বিরুদ্ধে ফ্রন্ট রানিংয়ের অভিযোগ উঠতে শুরু করেছে। আর এর জেরেই সেবি তল্লাশি অভিযন চালায় সংস্থার অফিসে।
তবে এই ফ্রন্ট রানিং কী? এটি একটি বেআইনি প্র্যাক্টিস। এর মাধ্যমে কোনও একটি সংস্থায় মিউচুয়াল ফান্ডের বড় বিনিয়োগের খবর আগে থেকে জেনে নিয়ে ব্যক্তিগত ক্ষেত্রে সেই তথ্য ব্যবহার করা এবং এর ফলে লাভবান হওয়া। ফ্রন্টরানিংয়ের উদাহরণ, কোনও এক ব্রোকার জানেন যে তাঁর বা অন্য কোনও এক সংস্থা নির্দিষ্ট কোনও এক সংস্থার শেয়ারে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবে। এর ফলে সেই শেয়ারের দাম বাড়তে চলেছে। এই আবহে মিউচুয়াল ফান্ডের সেই বিনিয়োগের কিছুক্ষণ আগেই ব্যক্তিগত ক্ষেত্রে সেই ব্রোকার যদি সেই শেয়ার কেনে, তা বেআইনি বলে গণ্য করা হয়।
এদিকে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড একটি বিবৃতিতে তাঁর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে জানায় যে, সেবির কাছ থেকে তারা তদন্ত সংক্রান্ত চিঠি পেয়েছে। ফান্ড হাউজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এই প্রসঙ্গে বিনিয়োগকারীদের মতামত জানানোর কথা বলা হয় সেই বিবৃতিতে। পাশাপাশি দাবি করা হয়, তদন্তে সেবিকে সবরকম ভাবে সাহায্য করবে কোয়ান্ট।
২০১৭ সালে সেবির কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর সন্দীপ ট্যান্ডন এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউজ শুরু করেন। পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে এই মিউচুয়াল ফান্ড হাউজের কাছে সঞ্চিত সম্পদের পরিমাণ ছিল ১০০ কোটি টাকা, সেখানে তা এখন ৯০ হাজার কোটিতে পরিণত হয়েছে। এই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও অনেক বেশি বিস্তৃত। বিভিন্ন সেক্টরের লার্জক্যাপ, মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলি রয়েছে এই ফান্ডের পোর্টফোলিওতে। (AFP)
পরবর্তী ফটো গ্যালারি