স্মল ফিনান্স ব্যাঙ্কের বিভাগের কয়েকটি স্টক ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে। বিশ্লেষকরা ওই স্টকগুলির উপর নজর রাখছেন। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, স্টকগুলিতে 24 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতার কথা জানিয়েছেন তাঁরা।
বিনিয়োগকারীদের একাংশের পোর্টফোলিও-তে সবচেয়ে বেশি গুরুত্ব পায় আর্থিক প্রতিষ্ঠানগুলির শেয়ার। দীর্ঘমেয়াদের ক্ষেত্রে বিশ্লেষকরা এই বিভাগ নিয়ে আশাবাদী। বিশেষত ব্যাঙ্কিং বিভাগ নিয়ে উৎসাহিত তাঁরা। বর্তমানে বিশেষজ্ঞদের একাংশ কয়েকটি স্মল ফিনান্স ব্যাঙ্কের শেয়ারে 'Buy' এবং 'Strong Buy' রেটিং রেখেছেন। সেগুলি নিম্নে উল্লেখ করা হল।
Equitas Small Finance Bank
এই ব্যাঙ্কের শেয়ারে 'Buy' রেটিং রেখেছেন 17 জন বিশ্লেষক। তাঁদের মতে, শেয়ারটির দাম আগামী দিনে 24.4 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে এই ব্যাঙ্কের শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 0.16 শতাংশ কমে হয়েছিল 98.85 টাকা। বর্তমানে ব্যাঙ্কটির মার্কেট ক্যাপ রয়েছে 11063 কোটি টাকা। ব্যাঙ্কের শেয়ারের 52 সপ্তাহের সর্বোচ্চ মূল্য 116.50 টাকা। এক বছরের নিরিখে শেয়ারটির দাম বেড়েছে প্রায় 42.44 শতাংশ। তিন বছরের হিসাবে এই ব্যাঙ্কের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে 90.83 শতাংশ।
Ujjivan Small Finance Bank
স্মল ফিনান্স ব্যাঙ্কটির শেয়ারে 'Strong Buy' রেটিং রাখা হয়েছে। 14 জন বিশ্লেষক শেয়ারটি কেনার পরামর্শ দিয়েছেন। স্টকটির দাম 22.9 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার BSE-তে ব্যাঙ্কটির শেয়ারের দরে পতন লক্ষ্য করা গিয়েছে। ওই দিন স্টকটির দাম 0.05 শতাংশ হ্রাস পেয়ে হয় 53.16 টাকা। কোম্পানিটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 10548 কোটি টাকা। এক বছরের হিসাবে শেয়ারটির দর প্রায় 87.32 শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিন বছরের নিরিখে শেয়ারটিতে মিলেছে 98.36 শতাংশ রিটার্ন।
AU Small Finance Bank
এই ব্যাঙ্কের স্টকে 14 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগতির সম্ভাবনা রয়েছে। 23 জন বিশ্লেষক স্টকটি কেনার পরামর্শ (Buy Rating) দিয়েছেন। শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ারের দর প্রায় 1.49 শতাংশ কমে হয় 599.80 টাকা। কোম্পানিটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 45891 কোটি টাকা। গত তিন বছরে শেয়ারটির দাম প্রায় 14.08 শতাংশ বেড়েছে। পাঁচ বছরের হিসাবে শেয়ারের দাম বেড়েছে প্রায় 88.04 শতাংশ।
Utkarsh Small Finance Bank
ব্যাঙ্কটির স্টকে 'Strong Buy' রেটিং রেখেছেন দু'জন বিশেষজ্ঞ। তাঁরা স্টকটির 13.3 শতাংশ পর্যন্ত বৃদ্ধির অনুমান করছেন। শুক্রবার NSE-তে শেয়ারটির দাম প্রায় 1.11 শতাংশ ঊর্ধ্বগামী হয়ে পৌঁছেছিল 59.60 টাকায়। সংস্থাটির বর্তমানে বাজারগত মূলধন রয়েছে 6519 কোটি টাকা। গত এক মাসে শেয়ারটির দাম বেড়েছে প্রায় 22.01 শতাংশ।