top of page

LIC বা Post Office-এর স্কিম নয়, এখানে রোজ স্রেফ ৩০ টাকা জমিয়েই প্রতি মাসে পেয়ে যাবেন ১৫০০০ টাকা, দেখে নিন কীভাবে

বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে ভবিষ্যতের কথা মাথায় রেখে চিন্তিত। কিন্তু, চিন্তা না করে বিনিয়োগের সেরা মাধ্যম খুঁজে বের করা প্রয়োজন। যেখানে সুরক্ষার সঙ্গে সঙ্গে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। এর জন্য সবথেকে ভাল দুটি মাধ্যম হল LIC বা পোস্ট অফিস। কিন্তু, এই দুটি অপশন ছাড়াও আরও একটি ভাল মাধ্যম রয়েছে টাকা বিনিয়োগ করার। যেখানে টাকা বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক বিনিয়োগের সেই সেরা মাধ্যম সম্পর্কে।


LIC বা পোস্ট অফিস নয়, শুধুমাত্র বিনিয়োগের এই মাধ্যমেই রোজ ৩০ টাকা বাঁচিয়ে যে কেউ প্রতি মাসে ১৫,০০০ টাকা পেতে পারেন। শুনতে অবাক লাগলেও এমনই একটি স্কিম রয়েছে।

মাসিক স্থির আয় -প্রত্যেকেই একটি নির্দিষ্ট মাসিক আয় করতে চায়। বিশেষ করে যখন কেউ অবসরের জন্য ভাল আর্থিক পরিকল্পনা করছেন। এই অবস্থায় প্রতিদিন মাত্র ৩০ টাকা সেভ করে প্রতি মাসে ১৫,০০০ টাকা করে পাওয়া যেতে পারে।


দৈনিক ৩০ টাকা -যদি কারও বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে হয়, তাহলে তিনি দৈনিক ৩০ টাকা সঞ্চয় করে নিজেদের নির্দিষ্ট মাসিক আয় সেট করতে পারেন। অর্থাৎ দৈনিক ৩০ টাকা সেভ করে প্রতি মাসে ১৫০০০ টাকা করে পাওয়া যেতে পারে।


সঞ্চয় প্রকল্পে টাকা -এর জন্য কোনও LIC স্কিম বা পোস্ট অফিস সেভিং স্কিমে টাকা বিনিয়োগ করতে হবে না। এর জন্য আলাদা একটি স্কিম রয়েছে।


গড় ১ হাজার টাকা -ধরা যাক, কেউ প্রতিদিন ৩০ টাকা সঞ্চয় করেন, তাহলে তিনি প্রতি মাসে ৯০০ টাকা সাশ্রয় করবেন, যা আমরা গড়ে ১ হাজার টাকা হিসাবে গুনছি।


১০০০ টাকার এসআইপি -কেউ যদি ১০০০ টাকার একটি SIP করেন এবং ১৫% গড় রিটার্ন পান, তাহলে তিনি পরবর্তী ২৫ বছরে ৩২.৮ লক্ষ টাকার একটি তহবিল তৈরি করবেন।গড় রিটার্ন ৭% -তারপর যে কোনও ব্যাঙ্কে এই টাকার এফডি করতে হবে। এমনকি যদি সেই ব্যাঙ্ক থেকে গড়ে ৭% রিটার্ন পাওয়া যায়, তাহলেও।


মাসিক ১৫ হাজার -এর পর মাসে রিটার্ন আসবে ১৫ হাজার টাকা। অর্থাৎ প্রতিদিন ৩০ টাকা সেভ করে প্রতি মাসে পাওয়া যেতে পারে ১৫,০০০ টাকা।

bottom of page